বিল্লাল ঢালী:
আজ ২৩এপ্রিল বৃহস্পতিবার আরো ১০টি করোনা রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ। তবে এ দশজনের মধ্যে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি আরো জানান, এ নিয়ে সর্ব মোট রিপোর্ট এসেছে ১৭৬টি।
চাঁদপুর সিভিল সার্জন অফিস জানায়, চাঁদপুরে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২২২টি। এমধ্যে রিপোর্ট ১৭৬টির। বাকী রয়েছে ৪৬টি নমুন রিপোর্ট
।
এরমধ্যে ১২জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এদের মধ্যে একজন সুস্থ হয়েছেন। অপর একজন মারা গেছেন। আর চিকিৎসাধীন আছেন ১০জন।এর মধ্যে
২জন কুর্মিটোলা, দুজন সদর হাসপাতালে, ছয়জন বাড়িতে চিকিৎসাধীন আছেন।