বিল্লাল ঢালী:
নতুন ৮১ জন সহ জেলায় মোট আক্রান্ত ৭৫০ জন। চাঁদপুরে নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে দুইজন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩২জন, ফরিদগঞ্জে ৭জন, হাইমচরে ১২, শাহারাস্তি ৬ জন, মতলব উত্তরে ১০জন,ও কচুয়ার একজন, মতলব দক্ষিণ ৪ ও হাজীগঞ্জে ৯জন। এরমধ্যে মতলব উত্তরে মৃত হিসাব রক্ষণ কর্মকর্তা আ: বারেক (৫৬)রয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন সূত্রে মঙ্গলবার সকালে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭১৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে৫০ জনে।