এইচ.এম নিজাম:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে আইডিইবি’র জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আব্দুল মোতালেব। পরে শতাধিক শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন নেতৃবৃন্দ।