এইচ.এম নিজাম:
আজ চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের সাথে চাঁদপুরেও একযোগে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। তবে অন্যান্য নির্বাচনে ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌছলেও এবার তা নির্বাচনের দিন ভোরে প্রতিটি কেন্দ্রে পৌছবে বলে জানা গেছে। চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা হলেও ভোটগ্রহণের মাত্র ২দিন আগে ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর ছাত্তার রাঢ়ির হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। যার ফলে কাল চাঁদপুর সদরের ৯টি ইনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ৯টি ইউনিয়নে সর্বমোট ৩শ ৭৬জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩১জন, সাধারণ সদস্য পদে ২শ ৭৫জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭০জন। যদিও ইতোমধ্যে ৭নং তরপুরচন্ডি ও ৫নং রামপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এই ১০ ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৫জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৭ হাজার ৩শ ৯৫জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৯ হাজার ৬শ ৬০জন। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯টি ইউনিয়নের নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন র্যাব, ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫জন পোশাকধারী পুলিশ, ১৭জন আনসার সদস্য স্থায়ী টহলে থাকবে। ৯টি ইউনিয়নে মোট কেন্দ্র ৯৬টি, মোট ভোট কক্ষ ৫শ ৪৮টি, মোট অস্থায়ী কেন্দ্র ১শ ৬টি।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করার জন্য আমাদের প্রস্তুত। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ১শ ৫জন প্রিজাইডিং অফিসার, ৫শ ৭১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ১শ ৪২জন পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এসকল অফিসারদের নির্বাচন পরিচালনায় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এদিকে এ নির্বাচনকে ঘিরে উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। সাধারণ ভোটারদের অভিমত ‘বিগত দিনে যারা এলাকায় উন্নয়ন করেছে এবং সুখে-দুঃখে যারা তাদের পাশে ছিল, তাদের তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর সদরের ৯ ইউনিয়নে মোট প্রার্থী ৩শ ৭৬জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩১জন, সাধারণ সদস্য পদে ২শ ৭৫জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭০জন।
১নং বিষ্ণুপুর ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৭শ ২৫জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮শ ৩জন এবং নারী ভোটার ১১ হাজার ৯শ ১২জন। এ ইউনিয়নে মোট ৩৪জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩জন। তারা হলেনঃ (নৌকা) প্রতিকে বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, (হাতপাখা) প্রতিক অজিউল্লাহ সরকার, স্বতন্ত্র খোরশেদ আলম (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ¦ীতা করছেন। এদের মধ্যে সংরক্ষিত সদস্য (৪, ৫ ও ৬) রহিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
২নং আশিকাটি ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৮শ ১১জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৬শ ৫১জন, নারী ভোটার ১০ হাজার ১শ ৬০জন। মোট ৪২জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ২জন। তারা হলেনঃ (নৌকা) প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, হাতপাখা প্রতীকের চেয়ারম্যার প্রার্থী মাদুদ গাজী। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৬জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫জন প্রতিদ্বন্দ¦ীতা করছেন। এদের মধ্যে সংরক্ষিত সদস্য (৭, ৮ ও ৯) ওয়ার্ডে আয়শা বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬শ ৩৯জন। এরমধ্যে পুরুষ ১১ হাজার ২৬জন, নারী ভোটার ১০ হাজর ৬শ ১৩জন। মোট ৫১জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪জন। তারা হলেনঃ (নৌকা) প্রতিক মাসুদুর রহমান নান্টু, (হাতপাখা) প্রতীক মো. শাহ জামাল গাজী, স্বতন্ত্র মোঃ রফিকুল ইসলাম (আনারস), স্বপন মাহমুদ (টেলিফোন) প্রতীক পেয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
৫নং রামপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৯শ ৭৭জন। এরমধ্যে পুরুষ ৯ হাজার ৭শ ৩৭, নারী ৯ হাজার ২শ ৪০জন। মোট ৪৩জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ¦ীতা করছেন।
৬নং মৈশাদী ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ২শ ৮৬ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৭শ ৯৭জন, নারী ৬ হাজার ৪শ ৮৯জন। মোট ৪৫জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩জন। তারা হলেনঃ (নৌকা) প্রতীক মো. নুরুল ইসলাম, (হাতপাখা) প্রতীক আজহারুল ইসলাম, স্বতন্ত্র আবু জাফর মোঃ সালেহ (আনারস) প্রতীক। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৪জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ¦ীতা করছেন। এদের মধ্যে ৭নং ওয়ার্ডে মোঃ রাশেদ আহম্মদ ঢালী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
৭নং তরপুরচন্ডী ইউনিয়নে মোটা ভোটার সংখ্যা ১০ হাজার ৩শ ৫৫জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ২শ ৬৮জন, নারী ৫ হাজার ৮৭জন। মোট ২৭জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ১৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ¦ীতা করছেন । এদের মধ্যে সাধারণ সদস্য ১নং ওয়ার্ড আরশ্বাদ মোল্লা, ২নং ওয়ার্ড হাচানাত হাজী, ৪নং ওয়ার্ড সোবহান গাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
৮নং বাগাদী ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৬৮জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৭শ ৯০, নারী ভোটার ১২ হাজার ২শ ৭৮জন। মোট ৪৫জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন। তারা হলেনঃ (নৌকা) প্রতীকের বর্তমান চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, (হাতপাখা) প্রতীক মো. নেয়ামত উল্লাহ, স্বতন্ত্র (চশমা) প্রতিক মোঃ বরকত উল্ল্যাহ খান, (আনারস) প্রতীক মানিক মিয়া, জাকের পার্টির মুনসুর বেপারী (গোলাপ ফুল)। সাধারণ সদস্য ৩৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে সংরক্ষিত আসনে (১,২,৩) পারুল আক্তার বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
৯নং বালিয়া ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৫শ ৫২জন। পুরুষ ভোটার ১৪ হাজার ১শ ৭জন, নারী ভোটার ১২ হাজার ৪শ ৪৫জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭জন। তারা হলেনঃ (নৌকা) প্রতীক রফিক উল্যাহ মাস্টার, (হাতপাখা) প্রতীক মো. নুরুদ্দিন খান, স্বতন্ত্র (টেলিফোন) প্রতীক হাফিজুর রহমান, (আনারস) মোঃ জাহাঙ্গীর হোসেন তফাদার, (মটর সাইকেল) মোঃ কামরুল হাসান খান, (চশমা) প্রতীক গাজী মোঃ মাসুদ রায়হান, বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম (টেবিল ফ্যান)। এছাড়াও সাধারণ সদস্য পদে ১৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন প্রতিদ্বন্দ¦ীতা করছেন।
১২নং চান্দ্রা ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৬শ ৫২জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ২শ ১৬জন, নারী ভোটার ১১ হাজার ৪শ ৩৬জন। মোট ৪৮জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪জন। তারা হলেনঃ (নৌকা) প্রতিকের বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, (হাতপাখা) প্রতীকের মাওঃ মোঃ মজিবুর রহমান মিয়াজী, স্বতন্ত্র (ঘোড়া) প্রতীক মুকবুল, আব্দুর রহমান বেপারী (আনারস)। এছাড়াও সাধারণ সদস্য ৩৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন প্রতিদ্বন্দ¦ীতা করছেন।