স্টাফ রিপোর্টার:
এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাতিলকৃতরা বিজিবি এবং বিমান বাহিনীর। একাত্তরের পরে তারা এসব বাহিনীতে যোগদান করেছিলেন। গেজেট বাতিলকৃত প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওযেবসাইটে (িি.িসড়ষধি.মড়া.নফ) পাওয়া যাবে।
তবে আংশিক তালিকা থেকে জানা যায় চাঁদপুর জেলার বিমানবাহিনীর গেজেটে মুক্তিযোদ্ধার তালিকুভূক্ত ছয়জনের নাম বাদ পড়েছে। আর বিজিবি গেজেটে মুক্তিযোদ্ধার তালিকুভূক্ত বাদ পড়েছেন ২৬জন। বিমানবাহিনীর গেজেটে মুক্তিযোদ্ধার তালিকুভূক্তি থেকে যারা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন, হাজীগঞ্জ উপজেলার দেবপুর গ্রামের চালুনটার এলাকায় আবদুল গণি বেপারীর ছেলে মোঃ ওসমান গনি, আড্ডা গ্রামের মৃত আবদুল হক মজুমদারের ছেলে মোঃ আবুল বাশার মজুমদার, ফরিদগঞ্জের পাইকপারা কাশারা গ্রামের মৃত আবদুল গফুর মাস্টারের ছেলে মোঃ আমিরুল ইসলাম, ফরিদগঞ্জের বিরামপুর চরদুখিয়া এলাকার আহম্মদ উল্লার ছেলে আবদুর রাজ্জাক, মতলবের বালিয়াকান্দির বোয়ালিয়াবাড়ি এলাকার মৃত এস মফিজ উদ্দীন ভূঁইয়ার ছেলে মোঃ আহসান হাবিব এবং মতলব উত্তরের পাঠান বাজার কুমারদোন এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম জিডি।
বিজিবি গেজেটে মুক্তিযোদ্ধার তালিকুভূক্ত বাদ পড়েছেন যারা তাদের মধ্যে রয়েছেন, ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারের বদরপুর গ্রামের মোঃ কুদরত উল্লাহ এর ছেলে আবুল খায়ের, রূপসা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে আমিন উল্লাহ, বাগড়া বাজার সেকদী গ্রামের মৃত তোহা তালুকদারের ছেলে আবুল হাসান তালুকদার, ইসলামপুর বাজারের দলমগর গ্রামের শামছল হক মিয়ার ছেলে আবু জাফর মিয়া, কালির বাজার দক্ষিণ চরবড়ালি গ্রামের ছামাদ খানের ছেলে শাহা আলম, পূর্বগাজীপুর এলাকার চরবসন্ত গ্রামের মোঃ কলিম উল্লার ছেলে মোঃ দেলোয়ার হোসেন, দক্ষিণ কালিমোড় কাশিয়ানী গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে এ কে এম শহীদুজ্জামান, মতলব ছেঙ্গারচর বাজারের রুহিতারপাড় এলাকার মোঃ কলিম উল্লার ছেলে মোফাজ্জল হোসেন, মতলব বোয়ালীয়াবাড়ি পেয়ারপাড়া এলাকার মৃত মোহারাজা পাটওয়ারীর ছেলে নুরুল ইসলাম পাটওয়ারী, মতলব মোল্লাকান্দি রায়েরকান্দা গ্রামের মৃত আবেদ আলী ভূঁইয়ার ছেরে সরোয়ার জাহান, মতবলের নঁওগাও এলাকার মোঃ ফজলুল হক মজুমদারের ছেলে মোঃ মাহাবুবুল হক (ডাবল গেজেটভুক্ত), মতলব গজরা বৈদ্যনাথপুর এলাকার মৃত মফিজউদ্দীন সরকারের ছেলে সালা উদ্দীন সরকার, মতলব ইন্দুরিয়া কাশিমপুর গ্রামের কাজী আবদুল লতিফের ছেলে দেলোয়ার হোসেন। মতলব এখলাছপুর জহিরাবাদ এলাকার আবদুল হাকিমের ছেলে কে এম সিরাজদ্দৌলা, মতলবগঞ্জ দক্ষিণ বাইশপুর চান মিয়া সরকারের ছেলে আবদুল লতিফ, কচুয়া উপজেলার রাজাপুর আশ্রাফপুর গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে আবদুর রহমান, কাদলা ধড্ডা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ আবদুল মান্নান, চলআল দিঘির পাড় এলাকার চান মিয়া বেপারীর ছেলে দেলোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামের জাকির আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম ভূঁইয়া, হাজীগঞ্জ উপজেলার বলাখালের সিদলা গ্রামের কফিল উদ্দীন মজুমদারের ছেলে ফারুক হোসেন, রাজারগাঁও এলাকার আবদুল গণি মিজির ছেলে শাহজাহান মিয়া, আচিলচিলা এলাকার মুকুন্দসার গ্রামের কাজী সেকান্দার আলীর ছেলে কাজী মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার এলাকার নানুপুর গ্রামের মৃত মোঃ ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ইয়াছিন হোসেন, মান্দারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এ এন এম শাহ নেওয়াজ, বাগড়াবাজার মনিপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে নুরুল হক এবং মহামায়া এলাকার মান্দারিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে শাহ নেওয়াজ।