বিল্লাল ঢালী:
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১এপ্রিল থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়। শুরুর পর থেকে সর্বমোট ১২৩০টি পরিবারে স্বেচ্ছাসেবকের মাধ্যমে খাবার সংকটে পড়া পরিবারে খাবার সামগ্রী পৌছে দেয়া হয়।
জেলা প্রশাসন “উপহার যাবে বাড়ি” প্রোগামে আজ ১৪এপ্রিল মঙ্গলবার ১২ তম দিনে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট কল রিসিভ করা হয়েছে ১৮৮ টি । তন্মধ্যে যাচাই বাছাই করে মোট ৮৫ টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।
প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল,১ কেজি আলু ,১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, ১ প্যাকেট ডানো গুঁড়ো দুধ।
প্রত্যেক প্যাকেটে লেখা ছিল
” মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “।
এ পর্যন্ত মোট ১২৩০ টি পরিবারকে এই প্রোগামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে বলে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়।