মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলায় এক করোনায় আক্রান্ত রোগী মারা গেছে। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ঐ রোগী পল্লী বিদ্যুতের কর্মচারীর ছিলো । মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটার সময় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বরুরকান্দি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি নারায়ণগঞ্জ ফেরত।
পারিবারিক সুত্রে জানাযায় মৃত ওই যুবকের নাম ফারুক সরকার (৩৮)। তিনি শফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পল্লী বিদ্যুৎ বিভাগে চাকুরি করতেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন জানান, ফারুক সরকার নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরি করা অবস্থায় করোনার উপসর্গ (জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট) দেখা দেওয়ায় গত ২২ মে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরদিন ২৩ মে তার নমুনা রিপোর্ট করোনা পজেটিভ আসে।
তার শরীরের অবস্থা খারাপ পর্যায়ে ছিল। শ্বাসকষ্ট বেশি ছিল। গত ২৪ মে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে করোনা পজেটিভ রোগী জেনেই তিনি তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার বরুরকান্দি আসেন। আসার পর বিষয়টি তিনি এবং তার পরিবার স্থানীয়দের কাছে গোপন রাখেন।