প্রেস বিজ্ঞপ্তি:
করোনার এ দুর্যোগকালীন সময়ে চাঁদপুরের বিভিন্ন
উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ইতিমধ্যে
জেলার চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়ায় কয়েকশ’
অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ইসলামী
ছাত্রসেনার এ ত্রাণসামগ্রী বিতরণের উল্লেখযোগ্য দিক ছিলো হতদরিদ্র লোকের
পাশাপাশি নি¤œমধ্যবিত্ত ও মধ্যবিত্ত অসহায় পরিবারের মাঝে গোপনে ত্রাণ
বিতরণ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা, লবণ ও
সাবান। এর আগে গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে
জনসচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশকও
বিতরণ করেন সংগঠনের কর্মীরা।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সভাপতি মোহাম্মদ
আব্দুল্লাহ আল আমিন সাকি বলেন, দেশের মানুষের এই ক্রান্তিকালে অসহায়
মানুষের পাশে কিছুটা হলেও দাঁড়াতে পেরে আমরা মহান রাব্বুল আলামিনের
দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার
অধীনস্থ সকল সাংগঠনিক উপজেলাকে এ মহৎ কাজে অংশগ্রহণ করায় আন্তরিক
ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এছাড়া করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন ও জানাজায় স্বেচ্ছাসেবক হিসেবে
আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির সাথে যৌথভাবে কাজ
করছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের জেলা ও
উপজেলা নেতৃবৃন্দ।