আমি মানুষ এটাই বড় পরিচয় দিতে যার কুণ্ঠা বোধ হয়নি। তিনি হয়েছেন অগ্রসর এবং প্রতিষ্ঠিত। নারী পুরুষ সকলের অর্জন বিসর্জন জয় পরাজয়ের ক্ষেত্র বর্তমান পৃথিবীতে কোনক্রমেই বন্ধুর নয়। ইচ্ছে এবং সেই থেকে ঠিক গতিবিধিতে চলমান থাকলে অবশ্য লক্ষ্যে পৌঁছুতে কোন বাধা আজকের দুনিয়ায় নেই। তবে ব্যতিক্রম থাকাটা অস্বাভাবিক নয়। তবু সকল অন্তরায়কে পাশ কাটিয়ে জেলা প্রশাসকের পদ কবজা করেছেন ‘অঞ্জনা খান মজলিশ’। তিনি বর্তমানে চাঁদপুর জেলার জেলা প্রশাসক। প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়ের সময় সম্মানিত প্রশাসক সমগ্র পৃথিবীর আইডল বচনে সামীল হয়ে মনের গভীরের বাক্যটি বললেন যে, নিজেকে কখনোই নারী কর্মকর্তা ভাবিনি। জীবনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তিনি কখনো নিজকে নারী কর্মকর্তা ভাবেননি। দেশ দেশান্তরে পৃথিবীর কট্টরপন্থী রাষ্ট্রের রাষ্ট্র প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নারীদের কর্তব্যের পুঙ্খানুপুঙ্খ পরিস্ফুটিত হওয়ায় এখন কোন সেক্টরে নারী শব্দ নারীতে নেই। আমরাও মানুষ আমরাও পারি। এই স্লোগান ডিঙিয়ে প্রায়োগিক দক্ষতা চলে আসছে যার যার অবস্থান। কোন প্রকার লিঙ্গ বৈষম্য পাত্তাই পাচ্ছে না। রক্ষণশীল সমাজ ব্যবস্থায়। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, কামিনী রায়, সেবার অন্তর্ভুক্ত মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এমন অসংখ্য নারী যারা নিজদের মানুষ ভেবেছেন। আর করেছে সমান তালে মানবিক যত কাজ। অনেকে তো সংসারেরও স্বাদ নেয়নি মানব সেবায় বিঘ্ন ঘটার ভয়ে।
একজন অভিভাবক সমগ্র জেলার শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে নিজকে মেলে ধরার বিভিন্ন মাধ্যম রয়েছে এর মধ্যে প্রশাসনের সরকারি প্রতিটি দপ্তরের জনপ্রতিনিধি যারা আমলা হিসেবে কাজ করেন। কিন্তু আমাদের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের এক লাইন শব্দ মালার ভাবার্থ বুঝলে সরকারি এবং স্থানীয় সরকার প্রশাসনের বলয়ের ভিতরে ও বাহিরের সামাজিক জীবনের এক বিশাল সম্পৃক্ততার প্রতিষ্ঠান সংবাদ মাধ্যম বা গণমাধ্যম। সকলের সার্বিক বাস্তব ফলপ্রসূ ভাবনার প্রতিফলন হলে জেলার তেমন উন্নয়নের কোন কমতি হবার কথা নয়। একটি ঘর তখন ভালো হয় যখন প্রতিটি সরঞ্জামের মান এবং নিশ্চয়তায় কোন ঘাটতি বা কমতি না থাকে। সে ঘরের প্রধান কখনো সত্য এবং কর্তব্যে অবহেলা করতে পারে কি?
যার যার অবস্থানে সে সে আসতে অনেক ত্যাগ তীতিক্ষার ভাপ পোহাতে হয়। এখন তার অবস্থান নিয়ে কোন প্রকারের হীনমন্যতা এবং অবহেলা জালিয়াতির সামিল। নারী বলে নয় একজন বিচক্ষণ অভিভাবক হিসেবে হৃদয়ে রাখার মানে নারী সমাজের এমন নেতৃত্বের জন্য গর্বিতবোধ সহচর হতে চাই। তাই বর্তমান জেলা প্রশাসকের প্রতিটি পদক্ষেপ সরকারের সাথে আমরা আমাদের সম্মানিত সকল সহকর্মী সাংবাদিক হিসেবে কাজ করে এগিয়ে নিয়ে যাবো সাফল্যের বন্দরে। নবাগত জেলা প্রশাসকের জন্যে শুভ কামনা।
আজ,
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।