স্টাফ রিপোর্টার:
রোববার দুপুরে আহসান গ্রুপের চেয়ারম্যান এম ইসফাক আহসান চাঁদপুর টেলিভিশন ফোরামের নেতৃবৃন্দের হাতে এসব নিরাপত্তা সামগ্রী পার্সোনাল প্রটাক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) তুলে দেন। টিভি সাংবাদিকদের সুরক্ষায় পিপিই, মাস্কসহ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী প্রদান করেন তিনি। এ সময় টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এম ইসফাক আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের পলাশ, সম্মানিত সদস্য খোকন কর্মকার ও তালহা জুবায়ের, সাপ্তাহিক শপথ ও শপথ নিউজ-এর স্টাফ রিপোর্টার বিল্লাল ঢালী।