স্টাফ রিপোর্টার
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে কারিগরি শিক্ষা বোর্ডে বদলি করা হয়েছে। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করবেন। গতকাল ১৩জনু জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৩ মে ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৩.২১.৩২৪ সংখ্যক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল-বাকী (১৫৮২১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন-কে সচিব, কারিগরি শিক্ষা বোর্ড হিসেবে প্রেষণে বদলি আদেশ তাঁর ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।
মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে আস্থাভাজন ছিলেন। করোনাকালে তিনি মাঠ পর্যায়ে সরব ছিলেন। মানুষের জন্যে আন্তরিকতার সাথে কাজ করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তার বদলির খবর পেয়ে আনন্দিত হয়েছেন যেমনি তেমনি মন খারাপও করেছেন। কারণ তিনি চাঁদপুরের মানুষকে খুব আপন করে নিয়েছেন। মানুষ তাঁকে খুব ভালোবাসতেন ও পছন্দ করতেন।