মোহাম্মদ ইকবাল হোসেন:
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে ফুল দিয়ে বরণ করা নেয়া হয়েছে। গতকাল শনিবার পৌনে ১টায় সার্কিট হাউসে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর নেতৃত্বে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো:দাউদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসারসহ চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।
উল্লেখ্য, ২২তম বিসিএস প্রশাসনের এই কর্মকর্তা প্রশাসন ক্যাডারে যোগদান করেন ১০ ডিসেম্বর ২০০৩ সালে। তিনি সুনামের সহিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। উপ-সচিব পদে প্রমোশনের পর তিনি বাংলাদেশ বিমান কর্পোরেশন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করে।গত ১৭ ডিসেম্বর তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রস্থ হন।