বিল্লাল ঢালী:

ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক বার্তা মসজিদের মাইকে প্রচারের আহ্বান জানিয়েছে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো খলিলুর রহমান। গত ৫মে মঙ্গলবার স্মারক নং-১৬.০১.১৩০০.০২২.০৯.০০৬.১৬.৯২০(১৫০০) নোটিশের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়; চলতি বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে গত বছরের ন্যায় এবারও এডিস মশার বংশবিস্তারসহ ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলমান বিশ্ব মহামারী করোনা ভাইরাস এর সাথে যদি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় তাহলে জনজীবন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি র মাধ্যমে এডিস মশার বংশ বিস্তৃতি রোধ কল্পে নিম্নোক্ত বার্তাটি প্রতি ওয়াক্ত নামাজের আগে/ পরে মসজিদের মাইকে প্রচারের জন্য আপনাকে বিনীত অনুরোধ জানানো হলো।
বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাসা বাড়ির ছাদ এবং আশেপাশে যত্রতত্র পড়ে থাকা অব্যবহৃত পাত্র; ফুলের টপ, টিনের কৌটা, পরিত্যক্ত গাড়ী/ গাড়ির টায়ার, ডাবের খোসা, নারিকেলের মালা, দইয়ের হাঁড়ি, পরিত্যক্ত চৌবাচ্চা এবং নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা সহ অন্যান্য স্থান /পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে।
এডিস মশার প্রজনন রোদ তথা ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ন্ত্রণে উল্লেখিত স্থানসমূহে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে নজর রাখা এবং এসকল প্রজনন স্থান সমূহ চিহ্নিত করে অপসারণ এবং ধ্বংস করার জন্য অত্র এলাকার প্রত্যেক নাগরিক অনুরোধ করা হলো।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক চাঁদপুর, পুলিশ সুপার চাঁদপুর, মেয়র চাঁদপুরের সকল পৌরসভা, উপজেলা চেয়ারম্যান সকল উপজেলা, সিভিল সার্জন চাঁদপুর, পরিচালক, সমন্বয় বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। যুগ্ম পরিচালক, এনএসআই, চাঁদপুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাঁদপুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদপুর, একান্ত সচিব, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। ফিল্ড সুপারভাইজার চাঁদপুর।
উপজেলার সকল মসজিদে বার্তাটি প্রচার নিশ্চিত করার জন্য, সদয় অবগতি ও কার্যার্থে উপরোক্ত সকলকে নোটিশের অনুলিপি প্রদান করা হয়।