স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহের চরে ঝড়ের কবলে আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় তাদেরকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভ্রমণের উদ্দেশ্যে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অপর প্রান্তের বাহেরচরে ঘুরতেও যান ওই ২২ শিক্ষার্থী। এসময় সন্ধায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে সেখানে আটকা পড়েন তারা। পরে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ওই শিক্ষার্থীরা। পরে কোস্টগার্ড মতলব উত্তর উপজেলার কন্টিনজেন্ট কমান্ডার মরিজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এবং এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সকল শিক্ষার্থী সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।