সুমন আহমেদ
মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শতবর্শী গাজী আমির হামজা ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহ….রাজেউন)। গত ২৮ জানুয়ারি শনিবার বেলা ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ এশা আমিরাবাদ বাজার মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে পরিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
গাজী আমির হামজা ১৯৬৬ সালের ৫ই মার্চ চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন। তখন ছিল বিদ্যালয়টির দুঃসময়। তিনি বেতন না নিয়েও শিক্ষকতা চালিয়ে গেছেন। অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার নেশা থেকেই তিনি এই কাজ করে গেছেন। অবশেষে ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে তিনি এই স্কুল থেকেই চাকুরী জীবন থেকে অবসর নেন। এই মানুষ গড়ার কারিগরের অসংখ্য ছাত্র আজ দেশের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন।
গাজী আমির হামজা যখন এই চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন তখন ৯ম শ্রেণির ছাত্র পরবর্তীতে অত্র স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করা বাবু মনতোষ মজুমদার বলেন, আমির হামজা স্যার ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের এবং ভদ্র-শান্ত স্বভাবের মানুষ। শিক্ষক হিসেবে উনি ছিলেন খুবই ধৈর্যশীল ও পরিশ্রমী।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানান, আমি নিজেও স্যারের ছাত্র। স্যার হাসপাতালে ভর্তি আছে জেনে স্যারের সুস্থ্যতার জন্য আজ শনিবার সকালেই আমরা সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করেছিলাম। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেনো মানবিক গুণাবলী সম্পন্ন আমাদের প্রিয় আমির হামজা স্যারকে বেহেস্তবাসী করেন।