সোবহান ফারুক
মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের প্রথম সভা ও মিলাদ স্বাস্থ্য বিধি মেনে ২৪ জানুয়ারি বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের অনেক ভ‚মিকা রয়েছে। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড গুলো আপনাদের মাধ্যমেই সম্পন্ন করা হয়। তাই সকল উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দিবেন। তিনি আরো বলেন, আপনাদের ইউনিয়নের সফল চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধান। গত ৫টি বছর আপনাদের সকলের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজ করেছেন। তিনি ইউনিয়নবাসীকে সেবা দিয়েছেন এর প্রতিদানে গত ২৮ নভেম্বর নির্বাচনে আপনারা গোলাম মোস্তফাকে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। আগামী ৫ বছরেও আপনাদের সহযোগিতা নিয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন তিনি।
ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা এমএ আজিজ বাবুল, ফারুক আহমেদ বাদল, ইউনিয়ন আ.লীগ নেতা সফিউদ্দিন আহমেদ, মোঃ সুমন মাস্টার, ইউপি সচিব শংকর আশ্চার্য প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর কৃষক লীগের আহ্বায়ক গোলাম হায়দার মোল্লা, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতি এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আ.লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।