মোঃ হোসেন বেপারী:
মায়ের কাছে গোসল করতে যাওয়ার অনুমতি চায় বড় ছেলে সাইমুন। সাথে ছোট ভাই তামিমকে নিয়ে পুকুরে চলে যায় সে। এদিকে মা গোসল করতে যেতে বারণ করেছিল। সেই বারণই ছিল মা-ছেলের শেষ কথোপকথন। পরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। বুধবার সকাল দশটার দিকে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের পাটোয়ারী বাড়িতে ঘটে এমন ঘটনা। মৃত দুই ভাই সাইমন (৭) ও তামিম (৫)। তারা ওই বাড়ির সাইফুল ইসলামের ছেলে। খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন দুই শিশুর বাবা।
স্ত্রী লামিয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ঘাটলায় জুতা দেখেছি, তবুও ভাবিনি ছেলেরা পুকুরে ডুবে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুই শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশু মৃত্যুর খবরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুস মিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।