শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, মৎস্য অফিসার মাহবুবুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রাহমানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বলেন, নিষেধাজ্ঞায় নদীতে মাছ না ধরার জন্য সরকার জেলেদেরকে চাল দিচ্ছে। আপনারা যারা চাল পাচ্ছেন সবাই প্রকৃত জেলে। আমরা যেমন সরকারের দেয়া চাল আপনাদেরকে দিচ্ছি আপনারাও সরকারে আইন মেনে এই দুই মাস নদীতে মাছ শিকার করা থেকে বিরত থাকবেন। আপনারা জাটকা না ধরলে এ মাছ বড় হয়ে নদীতেই থাকবে। আপনারাই এ মাছ ধরবেন। এতে আপনারা যেমন লাভবান হবেন তেমনি সরকারও লাভবান হবে। তিনি বলেন, আমরা আজ ১, ২ও ৩নং ওয়ার্ডের জেলেদের মাঝে চাল বিতরণ করছি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের জেলেদের মাঝে চাল বিতরণ করবো।
উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান বলেন, ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদীতে অভায়শ্রম ঘোষণা করেছে সরকার। এই দুই মাস যাতে জেলেরা নদীতে না নামে মাছ শিকার না করে তাদের জন্য বিকল্প খাদ্য হিসেবে চাল বিতরণ করছে। আমি আশা করি আপনারা সরকারের নিষেধাজ্ঞাকে মান্য করে দেশের সম্পদ ইলিশ রক্ষায় সরকারকে সহযোগিতা করবেন।