রিয়াজ শাওন:
প্রকৃতিকে বসন্ত সাজে সজ্জিত করেছে ফাল্গুন। এরই মাঝে গাছের ডগায় উঁকি দিয়েছে আমের মুকুল। যে দিকে চোখ যায় সেদিকেই দেখা মিলে আমের মুকুলের। বসন্ত বাতাসে চারদিকে ছড়িয়ে যাচ্ছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। এই মুকুলের পাগল করা ঘ্রাণ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে এই আমের মুকুল।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ফাল্গুন বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। ভরা ফাল্গুনে এখন আমের মুকুলে ছেয়ে গেছে সব আমগাছ। আমের বনের ঘ্রাণে মাতাল সবাই।
গতকাল শুক্রবার (২৫ ফেব্রয়ারী) চাঁদপুরের বেশ কয়েকটি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। যে ঘ্রাণ বসন্ত হাওয়া ভেসে বেড়াচ্ছে এদিক থেকে সেদিকে। সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে। আর মাত্র কয়েক সাপ্তাহ পরই এই মুকুল পরিণত হবে মিষ্টি আমে। যে আমের স্বাদে আর গন্ধে মাতোয়ারা বাঙ্গালিরা।