ইকবাল বাহার
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৯ পিচ ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন পরিদর্শক বাপন সেন। আটককৃত আসামী হলেন, কচুয়া উপজেলার কোয়া গ্রামের খান বাড়ির আব্দুল মান্নান খানের ছেলে মোঃ আহাদ খান (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, গঠিত রেডিং টিম আসামীর নিজ বসতঘর থেকে ১ কেজি গাঁজা ও ২৯ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। যার আনুমানিক মূল্য ৫৪ হাজার ৫শ টাকা। এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে কার্যালয় সূত্রে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান চলমান থাকবে।
আজ,
মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।