মেহেদী হাসান দিপু, ঢাকা:
সারাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭৫ হাজার । গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৫ টি।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সারাদেশে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১ শত ৯০ জন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মোট ৭৪ হাজার ৮ শত ৬৫ জনে দাড়ালো আক্রান্ত রোগীর সংখ্যা। ১০ জুন (বুধবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তথ্যটি নিশ্চিত করেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু বরণ করেছেন ৩৭ জন এবং সর্বমোট ১ হাজার ১২ জন মৃত্যু বরন করেছেন বলে জানানো হয় স্বাস্থ্য অধিদফতর থেকে ।
ব্রিফিংয়ের এক পর্যায়ে জানানো হয়, মৃত ব্যাক্তিদের মধ্যে ৩৩ জন ছিলেন পুরুষ এবং ৪ জন মহিলা। এছাড়া বয়স বিশ্লেষণে জানানো হয় গত ২৪ ঘন্টায় মৃত্যু বরন করা ব্যাক্তিদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সের ১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ৩ জন, এবং ১১ থেকে ২০ বছর বয়সের ১ জন। তাদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগ থেকে ২৫ জন, চট্টগ্রামের ৭ জন, রাজশাহী বিভাগের ১ জন, ময়মনসিংহের ১ জন, বরিশাল বিভাগের ২ এবং সিলেট বিভাগের ১ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে নিশ্চিত করে বলা হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।
নতুন করে ২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছেন ৫৩৮ জন এর মধ্যে ছাড় পেয়েছেন ১৮৮ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৮ হাজার ২৪৩ জন। সর্বমোট আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪ হাজার ৭২৩ জন।
এলাকা ভিত্তিক লকডাউন উঠিয়ে দেয়ার কারনে মানুষের স্বাভাবিক চলাচল বাড়ছে তাই স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে এই ওয়েবসাইটে দেয়া লকডাউন পরর্বতী সকল স্বাস্থ্যবিধি এবং দৈনন্দিন কাজের জন্য সকল নিয়ম সমূহ মেনে চলার জন্য এবং সকল স্থানে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায়ে রাখার ব্যাপারে কঠোর ভাবে বলা হয়।
আজ,
শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।