মোঃ হোসেন বেপারী:
মাদ্রাসা জাতীয়করণ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সংশোধনী, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনডেক্স ধারী শিক্ষকদের বদলী, ৫০ শতাংশ হারে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ অনতিবিলম্বে কার্যকরের দাবিতে শিক্ষক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে হাজীগঞ্জ বিজনেস পার্ক মকিমুদ্দিন শপিং সেন্টারের পঞ্চম তলায় ফুড লাভার্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওয়ালিদ হোসেন খান। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ইমামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জহির উদ্দিন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনকে এগিয়ে নিতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহŸান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব দেলোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা বাকশিস কমিটির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম বেলাল, শহিদুল ইসলাম, কেন্দ্রীয় এবিএম জিডি চট্টগ্রাম শাখার সিনিয়র যুগ্ম সহ-সভাপতি তাসলিমা মুন্নি, অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ করিম মাসুদ, পরিকল্পনা সম্পাদক সালেহ উদ্দিন জিন্নাহ, জেলা বাকশিস কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আরেফিন, কচুয়া বিএম জিডি সভাপতি সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফরিদগঞ্জ শাখার বোরহান উদ্দিন, চাঁদপুর সদর শাখার সুলতান আহমেদ, শাহরাস্তির হাসান আহমেদ ও হাজীগঞ্জ শাখার ইয়াসিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমেই অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।