তুহিন ফয়েজ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সকল অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখা সম্ভব। মাদকের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিটি দপ্তরে খেলাধুলার আয়োজনে এগিয়ে আসতে হবে।
গতকাল রোববার বিকেলে মতলব উত্তর উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫)-২০২২ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দেন। এসময় ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) কে এম আলী রেজা।
তিনি আরো বলেন, এলাকায় যুবকরা যদি বেকার থাকে বা লেখাপড়া না করে তখন তারা নানা ধরনের অপরাধের সাথে লিপ্ত হয়ে যায়। এতে করে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। তাই স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়–য়া ছেলেরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার করলে শরীর, স্বাস্থ্য ভাল থাকে এবং মেধা বিকশিত হয়।
জেলা ক্রীড়া অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় ৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমÐলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, মতলব উত্তর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মইন আহমদ রিপন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা পরিষদ মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পেইন উদ্বোধন করেন, মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।