আমান উল্যাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জে খেলার এক ফাঁকে রাস্তায় গিয়ে পিকআপ ভ্যানের চাপায় শানজিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১২ জুলাই) দুপুর ১টায় উপজলোর ১নং বালিথুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সকদিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শানজিদা ওই গ্রামের ছৈয়াল বাড়ীর মাসুদ খাঁনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসময় পিকআপ ভ্যানটি পুলিশি হেফাজতে নেয়া হয়।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শানজিদা আক্তার নিজের বাড়ির সামনে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে সে পাশের রাস্তার উপর চলে যায়। এসময় গাজীপুর থেকে চান্দ্রাগামী লাকড়ি বোঝাই একটি দ্রুতগামী পিকআপের নিচে চাপা পড়ে সে। দুর্ঘটনার সাথে সাথেই শিশুটির মাথা থেতলে যায়। যাতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। এসময় পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায় চালক।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করার জন্য এডিএম বরাবর একটি আবেদন দেয়া হয়েছে। ঘটনার স্থান থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। গাড়িটির চালককে আটক করা সম্ভব হয়নি। সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।