আহসান হাবিব পাটওয়ারী
শাহরাস্তি উপজেলার খিলাবাজারে খিলাবাজার ইকরা মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বাজারের সাবেক সোনালী ব্যাংক মার্কেট ২য় তলায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। খিলাবাজার স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক বিশিষ্ট আলেম মাওঃ আবুল কাশেম সাহেবের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওঃ দিদার হোসাইন ও ক্বারী ইব্রাহিম খলিল মজুমদারের পরিচালনায় মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, উপাধ্যক্ষ মাওঃ শফিকুর রহমান যুক্তিবাদী, খিলাবাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী মাহবুব আলম, সাবেক ইউপি সদস্য মাওঃ আমিনুল ইসলাম ও ইব্রাহিম খলিল মোগল, খিলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মারকাজুল উলূম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ রাশেদুল ইসলাম, আহমদ নগর মাদ্রাসা মসজিদের ইমাম হাফেজ ওমর ফারুক, সুরের অঙ্গীকার শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী ওমর ফারুক প্রমুখ।