সম্পাদকীয়
কাজ আর কাজ এ সরকারের আর এক নাম কাজ। কথায় নয় কাজে বিশ্বাসী। কিন্তু কাজের কাজটা যাদের দ্বারা তৃণমূল জনপ্রিয় হবে সেটি কখনো পরিপূর্ণ করতে পারেনি এক মাত্র অস্তিত্বের রাজনৈতিক খেলায় মত্ত হয়ে। জনতার সঠিক চিন্তা চেতনার ফসলের মূলে পচন ধরেছে। ১৬ এপ্রিল দৈনিক শপথ পত্রিকার শিরোনাম হয়েছে কাবিটার বরাদ্দকৃত অর্থে কাজ না করে ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেছে। তিনি একা তো আর খাননি সাথে রয়েছেন স্থায়ী আমলাতন্ত্রের অনেকে যার জনতার আমলা। যাদেরকে জনতা হাড় ক্ষয় করা রক্ত পানি করা নিত্য ঘাম ঝরিয়ে আত্মকেন্দ্রিক উন্নয়নেকে কেন্দ্র করে কর ভ্যাটের উৎস থেকে বেতন ভাতা নিত্য প্রদান করে থাকে। এরাই মূলত রাষ্ট্রীয় সন্ত্রাস। সাথে আছে এসব তথাকথিত অগণতান্ত্রীক নির্বাচন নির্বাচন খেলার যন্ত্রণার যন্ত্রগুলো। এদের দ্বারা সমাজকাঠামোয় সেবা নয় প্রতিনিয়ত অপরাধে চক্রান্ত চক আঁকে। এরা রাজনীতির জন্যে সমস্যা কিছু আমলা যখন যে আসবে তখন তাকেই চুয়ে চুয়ে জনগণের রক্ত নিতে থাকবে। জনগণের মনের ক্ষোভ এভাবেই প্রকাশ হয়েছে খবর পড়ে। সচেতন মহলের দাবি এমন ক্রিয়া কলাপের তাৎক্ষণিকভাবে সমাধান চায়। সংস্লিষ্ট দপ্তর এর বিহিত করার জন্য জোর প্রচেষ্টা চালাবে বলে জনগণের বিশ্বাস।