মো. কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলায় ৯ম দফায় ইউপি নির্বাচনে ৩নং খাদেরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপনকে ১ হাজার ২২৯ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী মো. ইকবাল হোসেন হাওলাদার। বিজয়ী প্রার্থী মো. ইকবাল হোসেন (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট। অপরদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৮৪১ ভোট। এ ছাড়া এ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শরীফুল ইসলাম সুজন (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৬৪ ভোট। এ তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঁইয়া।
তিনি জানান, গতকাল বুধবার মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘœ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন ছিলেন কোণঠাসা। দলীয় মনোনয়ন পেয়েও তিনি মাঠ পর্যায়ে তেমন কোনো প্রচার-প্রচারণা করতে পারেননি। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী মো. ইকবাল হোসেন পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন। এমনকি পার্শ্ববর্তী ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা এসেও প্রচারণা চালিয়েছেন ওই ইউনিয়নে। যার ফলে এ ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে বলে মনে করেন ভোটাররা।
অপরদিকে বিদ্রোহী প্রার্থী মো. ইকবাল হোসেনের কর্মী-সমর্থকদের দাবি, নৌকার প্রার্থী গত পাঁচ বছরে চেয়ারম্যান থাকাকালীন এলাকায় তেমন কোনো উন্নয়ন করেননি। এমনকি জনগণের সঙ্গে তাঁর সম্পৃক্ততা না থাকায় এমনটি হয়েছে। আর এ কারণেই জনগণ সৈয়দ মনজুর হোসেন রিপনকে প্রত্যাখ্যান করে মো. ইকবাল হোসেনকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে।
এছাড়াও ১নং ওয়ার্ড সদস্য সহিদ মিয়াজী (মোরগ) ৮২১ ভোট, ২নং ওয়ার্ড সদস্য তাপস কুমার (ফুটবল) ৮৬৩ ভোট, ৩নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন (ফুটবল) ৪৩৬ ভোট, ৪নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মজিদ (ফুটবল) ৫৩৬ ভোট, ৫নং ওয়ার্ড সদস্য খোকন (ফুটবল) ৬০৪ ভোট, ৬নং ওয়ার্ড সদস্য কাউছার প্রধান (ফুটবল) ৪৫৭ ভোট, ৭নং ওয়ার্ড সদস্য মোস্তফা খন্দকার (মোরগ) ৫০২ ভোট, ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন (তালা) ১০৩৯ ভোট ও ৯নং ওয়ার্ড সদস্য শামীম (তালা) ৩৩০ ভোট পেয়ে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে মহিলা জোহরা বেগম (বই) ২৫৩১ ভোট, রোকেয়া বেগম (বই) ২১৫২ ভোট ও মিসু (মাইক) ২৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ৫নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. ইউসুফ হাজরা (মোরগ) ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।