স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মনাটেক লেকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনাটেক লেকে খেলতে নেমেছিল ওই দুই শিশু। পরে তারা গভীর পানিতে তলিয়ে যায়। আরেক শিশু তুলনা চাকমার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী দুই শিশুকে উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।