মোঃ কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলার খর্গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি হলেন আশরাফুল ইসলাম ও আধারা উচ্চ বিদ্যালয়ের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হারুন আল রশীদ।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয় মিলনায়তনে এক সভায় খর্গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় আশরাফুল ইসলামের নাম প্রস্তাব করেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম ও সমর্থন করেন মো. হারিস প্রধান। সহ-সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় সকল সদস্যদের সম্মতিক্রমে আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও খর্গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মাদ্রাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আব্দুস সালাম মৃধা, মো. আশরাফুল ইসলাম ও মো. খোরশেদ আলম, প্রতিষ্ঠাতা সদস্য মো. আব্দুল খালেক, দাতা সদস্য গেয়াস উদ্দিন, অভিভাবক সদস্য মো. হারিস প্রধান, মো. আবুল বাসার ও মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আবুল হাসান আনসারী, মো. হযরত আলী ও আব্দুস সামাদ, ডাক্তার প্রতিনিধি মো. শরীফুজ্জামান, মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ মিঞা প্রমুখ।
অপরদিকে মঙ্গলবার সকালে আধারা উচ্চ বিদ্যালয়ের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভায় হারুন আল রশীদকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় হারুন আল রশীদের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. এনামুল প্রধান ও সমর্থন করেন মো. কামরুল হোসেন। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল সদস্যদের সম্মতিক্রমে হারুন আল রশীদ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. আইয়ুব আলী, অভিভাবক সদস্য কামাল হোসেন ও কামাল মৃধা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আয়েশা বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. বিলায়েত হোসেন ও মোহাম্মদ মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য মাহিনুর আক্তার, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইছহাক গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।