বিনোদন ডেস্ক :
করোনার ভয়াল থাবার স্বীকার হয়েছেন অনেক অভিনেতা। করোনার ভয়াল থাকায় মৃত্যু হয়েছেন ৩ লক্ষাধিক মানুষের। পানির স্রোতের মতো বেড়ে চলেছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে অনেক তারকাও এতে আক্রান্ত হয়েছেন। অনেক তারকা প্রাণও দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের কাছে।
এবার শোনা যাচ্ছে বলিউডের নামজাদা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। কারণ তিনি করোনার ঝুঁকিতে রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, পরিবারের সঙ্গে বাড়িতেই কোয়ারেন্টাইনে গিয়েছেন বলিউডের এ অভিনেতা। নিজের উত্তরপ্রদেশে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে যান তিনি।
লকডাউনের মধ্যে ট্রাভেল পাস পেয়ে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বুধানায় নিজের বাড়িতে পৌঁছান নওয়াজউদ্দিন সিদ্দিকি। পুরনো বাড়িতে যাওয়ার পরই অভিনেতা-সহ তার পরিবারকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয় স্থানীয় থানার পক্ষ থেকে। করা হয় কোভিড ১৯-এর পরীক্ষাও।
করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরও সুরক্ষার জন্য আগামী ১৪ দিন অভিনেতা এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।তাদের এই কোয়ারেনটাইন আগামী ২৫ মে পর্যন্ত তার কোয়ারেন্টাইন চলবে।