মোঃ রাছেল, স্টাফ রির্পোটার, কচুয়া:
চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কোয়াচাঁদপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ই এপ্রিল শুক্রবার সকাল থেকে কচুয়া পৌর এলাকার ১-২ ওয়ার্ডে অসহায় ২১০জন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য বিতরণ করা হয়। নিত্যপণ্যের মধ্যে রয়েছে,চাউল,ডাল ,তৈল ,আলু ,সাবান ,পেঁয়াজ।
গৃহবন্দী হতদরিদ্র ও করোনা মহামারীতে খেটে খাওয়া ঘরবন্ধি মানুষের জন্য উপহার সামগ্রী প্রদান উপলক্ষে মিলাদ অনুষ্ঠিত হয়, মিলাদ পরিচালনা করেন, মাওলানা শাহ এমরান খতিব বড় বাড়ি জামে মসজিদ।
এ সময় সামাজিক দূরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, মোঃ জামাল হোসেন সাংগঠনিক সম্পাদক পৌরসভা আওয়ামী লীগ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তুহিন প্রধান ,২নং ওয়াড ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ উজ্জ্বল,ওমর ফারুক, শহীদুল্লাহ স্বপন, মোক্তার হোসেন, ইমাম হোসেন, মহসিন রেজা, মেহেদী বিন মোস্তফা, আবুল খায়ের, এনায়েত হোসেন, আবু তাহেরসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোয়াচাঁদপুর সমাজ কল্যাণ সংঘের খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।