হাজীগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি বাদামতলী বাজার বায়তুন্ নূর জামে মসজিদ এবং সুনানে মোস্তফা (সাঃ) সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বিকেলে তিনি এ মতবিনিময় করেন। এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ তুলে দেন তিনি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম জানলে পথ হারাতে হবে না তোমরা। বক্তব্যে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এছাড়াও আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন তাঁকে ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
যুক্তরাষ্ট্র আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, রায়পুর পৌরসভার মেয়র রুবেল ভাট।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটির এএসপি মোহাম্মদ সাইফুল মালিক। পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, মসজিদের মোতয়াল্লী মোহাম্মদ ইমাম হোসেন খন্দকার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মৃধা, মাদ্রাসার শিক্ষক হারুনুর রশীদ, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী মোঃ সালাহউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কেরআন তেলওয়াত ও গজল পরিবেশন করেন। এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ভোজনে অংশ নেয়।