স্টাফ রিপোর্টার :
কুমিল্লার কোতয়ালি থেকে ৮শ ৬০পিস ইয়াবাসহ চারজন এবং তিন কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২। ১৪আগষ্ট ভোর রাতে কুমিল্লা কোতয়ালি থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করাকালীন ৮শ ৬০পিস ইয়াবাসহ চারজনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন: কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোশারফ হোসেন (২২), কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এরশাদ (৩৫), কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ এর ছেলে মোঃ শাহে এমরান (২৪) ও কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের এর ছেলে শহিদ উল্লাহ এর ছেলে মোঃ ফিরোজ (২২)। ঐ দিনই সকালে একই এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ হায়দার আলী নেত্রকোণা জেলার পূর্বধলা থানার পাইকুরা গ্রামের আব্দুর রহিম বক্স এর ছেলে।
জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।