আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার রমজান উপলক্ষে ক্যালেন্ডার উন্মোচন ও পরিক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরুস্কার বিতরনীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (০২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার মিলনায়তন কক্ষে পরিচালনা কমিটির সদস্য মো: ইয়াছিন খানের সঞ্চালনায় ও শায়খুল হাদীস হযরত মাও. মুফতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো: মজিবুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো: আবু জাফর খান, প্রবাসী মো: আরিফ খান, মোঃ হারুন খান।
এসময় অতিথিরা বলেন, আমরা আমাদের দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়তে হলে শিক্ষার বিকল্প নেই, শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। নূরানী শিক্ষার মাধ্যমে মুসলিম শিশু সন্তানের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলা ইংরেজী শিক্ষার যেমনি ভাবে প্রয়োজন, তেমনি মুসলিম জাতী হিসেবে কুরআনকে সহী-শুদ্ধভাবে পড়ার জন্য নূরানী শিক্ষার প্রয়োজন। অভিভাবকদের দৃষ্টি দিয়ে বলবো, আপনারা আপনাদের সন্তানকে পরকালের জন্য অন্তত পক্ষে নূরানী শিক্ষাটা গুরুত্বদিয়ে পড়ানোর চেষ্টা করবেন। এই প্রতিষ্ঠানে আরবীর পাশাপাশি বাংলা ইংরেজী ও গণিত প্রতি সমান ভাবে গুরুত্ব দেওয়া হয়। আপনারা আপনাদের সন্তানদেরকে অন্তত পক্ষে নূরানী পড়া পর্যন্ত পড়ানোর চেষ্টা করবেন। পরবর্তীতে চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ যে কোন শিক্ষায় শিক্ষিত করাতে পারবেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক, মাও. ইসমাইল হোসেন, মাও. মো: মহসিন, মাও. রিয়াদুল ইসলাম, মাও. আব্দুল কাইয়ুম, হাফে. মাহমুদ, অভিভাবক সদস্য, আনোয়ার হোসেন রাজু, নয়ন হোসেন প্রমূখ।