প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বারেরা বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১-এর কটি দল। এসময় দুই মাদক কারবারিকেও আটক করা হয়।
র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১১ মে সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বারেরা বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আনারস ভর্তি ট্রাকের ভিতর লুকিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককতৃরা হলেন, মোঃ সোহেল (২২), পিতা- মোঃ শরীফ মিয়া ও ২। মোঃ রাশেদ (২০), পিতা- মোঃ মাহবুবুল হক, উভয় সাং- হেয়াকো (কড়ই বাগান), থানা- ভূজপুর, জেলা- চট্টগ্রাম’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৬৪ (চৌষট্টি) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
এদিকে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানা র্যাব।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা দেবিদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।