স্টাফ রিপোর্টার :
কুমিল্লার কোতয়ালি হতে ৪শ ৫০ পিস ইয়াবা সহ তিনজনকে মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২। ২৮ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন আলেখার চর বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় মাদক পাচারকালে তাদেরকে আটক করে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালীথানার ধুতিয়া দিঘীর উত্তর পাড় গ্রামের -ফুলমিয়া এর ছেলে মো: নুরুল ইসলাম (৪২), কুমিল্লা জেলার কোতয়ালীথানার ধুতিয়া দিঘীর উত্তর পাড় গ্রামের আব্দুল হান্নান এর ছেলে মো: মেহিদি হাসান @ রায়হান (৩০),কুমিল্লা জেলার কোতয়ালী থানার জামবাড়ী গ্রামের আব্দুল জব্বার এর ছেলে মো: সাইমুল (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের উর্দ্ধতন কর্মকর্তা।