স্টাফ রিপোর্টার :
কুমিল্লা শহরের রাজগঞ্জ থেকে তিনজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। ২৮ অক্টোবর বুধবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন রাজগঞ্জ এলাকায় দুটি পৃথকবিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় রাজগঞ্জস্থ এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজীর টাকা নেওয়ার সময় তাদেরকে হাতেনাতে করেছে র্যাব। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানার পান্ডুঘর গ্রামের আবুল কালামের ছেলে মোঃকাউছার @ আনিছ (৩৪), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ ড্যামশা গ্রামের মৃত হাজী ভোমন আলীর ছেলে আহমদ হোসেন (৫৯) (বর্তমান ঠিকানা: ছোটরামধ্যপাড়া, ২নং ওয়ার্ড, বাসা নং-৭৭১/১, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা) ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার ছোটরা ফৌজদারী গ্রামের দিপক সরকারের ছেলে তুষার সরকার (২৩)। এসময় তাদের নিকট থেকে চাঁদাবাজীর ১২ হাজার ৮শ টাকা, ৫টি মোবাইল ফোন, এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়, দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃত মোঃ কাউছার @ আনিছ নিজেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড প্রদর্শন করে চাঁদাবাজী করতো। আরেক আসামী আহমদ হোসেন নিজেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তুষার সরকার সহ সংঘবদ্ধভাবে কুমিল্লা শহরের রাজগঞ্জসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজীর মতো অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের উর্দ্ধতন কর্মকর্তা।