সম্পাদকীয়
মনুষ্য বসতির সামাজিক জীবনের যে সকল অসঙ্গতি রয়েছে সে সকল অসংগতির মধ্যে কিশোরদের অনৈতিক জীবন যাপন চালচলন বেশভূষা এক ধরনের সমাজব্যাধিতে রূপ নিয়েছে এবং জীবন যাপনের ক্ষেত্রে রয়েছে পারিবারিক গন্ডির বাইরে এক ধরনের খেয়ালীপনা জীবন। খেয়ালীপনা জীবন যাপনের কারণে বিভিন্ন প্রকারের অপরাধ কর্মের সাথে এরা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। মনস্তাত্তি¡ক পরিস্থিতির যেকোনো মুহূর্তে এদের কর্মের মাধ্যমে অপরাধকে সমর্থন করে। দল বেধে অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। বয়সের তারতম্যতার কারণে মানসিক চিন্তাধারার অবনতিতে যেকোনো কাজ করতে কোন প্রকারের দ্বিধা করে না। ১৭ জুলাই দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে শাহরাস্তিতে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত আটক ১। কিশোর বয়সের জীবন যাপন এক সম্প্রীতির জীবন যাপন আনন্দময় জীবন যাপন সৌহার্দ্যপূর্ণ জীবন যাপনের অতীত ঐতিহ্য সামাজিক ইতিহাসের এক বিশাল সম্ভার বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে সামাজিক জীবনে এই কিশোরদের দেখা যায় বিভিন্ন অপরাধের সাথে দল বেঁধে অংশগ্রহণ করা এবং বিভিন্ন অনৈতিক কাজে সমর্থন দিয়ে নিজেদেরকে অনৈতিক কাজের বেড়াজালে আটকে দেয়া। এটা যেন নিত্য দিনের নেশা হয়ে পড়ছে। ফলে নতুন অপরাধচক্রের নাম প্রকাশ হয়েছে কিশোর গ্যাং। যে সময় এরা সাবধানতার পদ্ধতি অবলম্বন করে সময়ের আদান-প্রদানে খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী কাজে নিজেদেরকে ব্যস্ত রাখার কথা ছিল। সে সময় কোন এক বিশেষ প্রযুক্তির প্রভাবে কিশোরীর মানসিক পরিস্থিতি একেবারেই অনৈতিক জীবন ধারার গতিতে চলে যাচ্ছে। এখনো সময় আছে কিশোরদের এ সকল যান্ত্রিক জীবনের যান্ত্রিক মানসিকতার যান্ত্রিক পরিস্থিতির সকল অসামঞ্জস্য পরিস্থিতি থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে হবে। এই প্রচেষ্টা পরিবার পরিজন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান এর প্রধান যারা রয়েছেন সকলের যে যেভাবে যেখান কিশোরদের নজরে আসে তাদেরকেই বাস্তব স¤প্রীতির জীবনমুখী বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আর বিশেষ করে প্রশাসনের বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। পরিবারের প্রধান সামাজিক সমন্বয়কারীর প্রধান মসজিদের ইমাম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন সকলের কাছে বিট পুলিশিং কার্যক্রমের প্রশাসনের সদস্যদের যোগাযোগ পাকাপোক্ত করতে হবে। বিট পুলিশিং সম্প্রতিক দেশের বিভিন্ন সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা বাংলাদেশ সরকারের সামাজিক জীবনে নিরাপত্তার ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করছে। প্রত্যেকটি পরিবারের প্রধান সদস্যদের বিট পুলিশিং কার্যক্রমের সদস্যদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে এ সকল অনৈতিক যুবক বয়সের কিশোর গ্যং থেকে সমাজকে শান্তিময় পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব হবে। নৈতিকতা মানব জীবনে এক ধারণকৃত অভ্যাসকৃত কার্যক্রম। এ কার্যক্রমকে যত বেশি বেগবান করা যাবে যত বেশি গতি দেয়া যাবে। প্রয়োগের ক্ষেত্রে যত বেশি নিশ্চয়তা দেয়া যাবে। ততই সামাজিকভাবে কিশোরদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমান বাংলাদেশের প্রতি প্রত্যেকটি সামাজিক অঞ্চলের পরতে পরতে কিশোরদের অনৈতিক জীবন যাপন সামাজিক জীবন ব্যবস্থাকে অতিষ্ঠ করে তুলছে। ফলে এই সামাজিক ব্যাধি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন অধিদপ্তর এ বিষয়ে সঠিকভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের এই সকল পরিস্থিতিকে সমাজকে উত্তরণ করার চেষ্টা করবে বলেই সচেতন মহলের একান্ত বিশ্বাস।