মতলব উত্তর প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ৯ আগস্ট বিদ্যালয়ের ৩টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শূন্য পদগুলো হচ্ছে : অফিস সহায়ক ১জন, আয়া ১জন ও পরিচ্ছন্নতা কর্মী ১জন। সকাল ১০টায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী এই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় প্রত্যেকটি পদে একাধিক প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রধান, ম্যানেজিং কমিটির দাতা সদস্য আব্দুল আউয়াল প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর চন্দ্র সরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান জানান, কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়ের ৩টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা নিয়ম অনুযায়ী সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি পদেই একাধিক প্রার্থী অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিল্লাল হোসেন প্রধান জানান, বিদ্যালয়ের ৩টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।