সম্পাদকীয়
কালের বিবর্তণে মানুষ্য ব্যবহার বস্তুভিত্তিক অনেক কিছু হারিয়ে গেলেও সেসব বিষয়ের বা সেসব বস্তুর অত্যাধুনিক বিভিন্ন বস্তুর যোগান দেওয়া হয়েছে। সেই যোগানের মাধ্যমে জনজীবনের ব্যাপক উন্নতি উৎকর্ষিত হয়েছে। দৈনন্দিন জীবনের বহুমুখী জীবন ব্যবস্থার কার্যক্রমে ব্যাপক সরঞ্জামের বিলুপ্তি ঘটেছে। আবার জনগণের কাজের ক্ষেত্রে নতুন সরঞ্জাম উদ্ভব হয়েছে। তাহলে জীবন মান উন্নয়নের ছোঁয়ায় সমগ্র মানুষ কোথায় আছে? মানুষের প্রতি মানুষের মনুষত্ববোধ মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা মানুষ মানুষকে সম্মান করা স্নেহ করা মায়া করা এসবের মধ্যে অত্যাধুনিক সম্পৃক্ত হয়েছে। ব্যবহারের ক্ষেত্রে মনের ভাব আবেগ আদান-প্রদানের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে সেটা ভালো। কিন্তু দৈনন্দিন জীবন কার্য পরিচালনার জন্য নৈতিক চিন্তা চেতনাতে নৈতিক ভাবনাতে নৈতিক জীবন পরিচালনাতে কতটুকু স্বস্তি বলতে গেলে কতটুকু গতি পেয়েছে। নৈতিকতার ক্ষেত্রে সে যে এখন মুখে মুখে পোশাকে পোশাকে অট্টালিকা অট্টালিকায় অলিগলি মাঠ ঘাট বন বনান্তর সব জায়গায় নৈতিকতা এখন নৈতিকতার আদলে নেই। নৈতিকতা এখন ডুবে গেছে অত্যাধুনিক জীবন যাত্রার গহবরে। সেটা অবলোকন করা যায় বুঝা যায় সামাজিক জীবন ব্যবস্থায় ব্যতিক্রম কোন ঘটনা ঘটলে। সেই ঘটনাকে সঠিক পথে পরিচালনা করতে অর্থাৎ নৈতিক মাপকাঠিতে উপস্থাপন বিশ্লেষণ এবং সন্তুষ্টিমূলক সমাধান কোনভাবেই করা সম্ভব নয়। নৈতিকতার মাপকাঠি নৈতিকতার চিন্তা নৈতিকতার সমাজ ব্যবস্থা নৈতিকতার আচ্ছাদন যাই বলি না কেন এই বিষয়টা ব্যাপকভাবে চাপা পড়ে যাচ্ছে। কারণ অনৈতিক চিন্তা চেতনাতে সম্পৃক্ত হওয়ায় জনগণ এখন বুঝে না বুঝে সঠিক চিন্তা চেতনার বাইরেই রয়ে যাচ্ছে। যা থেকে সমাজকে সমাজের অভ্যন্তরে পরিবার-পরিজন আত্মীয়-স্বজন সামগ্রিকভাবে সমগ্র দেশ কেন জানি নৈতিকতার অভাবে অনৈতিক পথের দিকে ধাবিত হচ্ছে। হোক সেটা ইচ্ছায় অথবা অনিচ্ছায়। অনিচ্ছা সত্তে¡ অনেকেই অনৈতিক পথকে বেছে নিতে হচ্ছে। সামাজিক জীবন ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে গিয়ে। তাহলে যেটা দাঁড়ালো উন্নতির উৎকর্ষতা প্রাচীন ঐতিহ্য ঢেকে রেখে বিপ্লবের মাধ্যমে বিশেষ করে শিল্প বিপ্লব অর্থনৈতিক বিপ্লব জীবন ব্যবস্থার পরিবর্তন নৈতিক চিন্তা চেতনার নৈতিক শিক্ষার এছাড়াও নৈতিক জীবন ব্যবস্থার প্রতিটি স্তরকে এখন কলুষিত করে ফেলছে। তাহলে ধীরে ধীরে মানব সভ্যতার রমরমা সাজসাজ ভাব থাকলেও নৈতিকতার ¯্রােত মন্থর হচ্ছে। এভাবে নৈতিক ভাব আবেগের নৈতিক মানসিকতার নৈতিক জীবন ব্যবস্থার ঘাটতি হতে হতে একসময় সমগ্র পৃথিবী ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে ধাবিত হবে। এমন পরিস্থিতি থেকে সামগ্রিকভাবে রক্ষা করার চেষ্টা করা যদিও কঠিন কিন্তু ব্যক্তি কেন্দ্রিক নৈতিক মানসিকতার ব্যাপক চর্চার উপর গুরুত্ব দেওয়াই সমীচীন।