রোদ আছে আগের মতোই কড়া মেজাজে। তবে দহন খানিকটা কমেছে মেঘে-বৃষ্টিতে। গত সপ্তাহে যে জ্বালিয়ে মারা গরম পড়েছিল, কালবৈশাখীর ঝাপটা, আর দু-এক পশলা বৃষ্টিতে সেই অসহ্য অবস্থার বদল হয়েছে আবহাওয়ায়।
গতকাল বৃহস্পতিবারও দুপুরের পর থেকে রাজধানীর আকাশ ছেয়ে যায় কালো মেঘে। সন্ধ্যায় কালবৈশাখীর সঙ্গে স্বস্তির বর্ষণও হয়েছিল কিছুক্ষণ। শুধু রাজধানীই নয়, কাল প্রায় সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি নেমেছে। তাপ কমেছে, বৃষ্টিভেজা হিমেল বাতাসের স্পর্শ স্বস্তি এনেছে জনজীবনে। তবে আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা গতকালের মতো অতটা নেই। অবশ্য তাপমাত্রাও তেমন বাড়বে না।