স্টাফ রিপোর্টার:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও কণ্ঠযোদ্ধা, ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক, উদীচী শিল্প গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, কামাল লোহানী ছিলেন একজন প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ ও প্রথিতযশা সাংবাদিক। তার মৃত্যু বাংলাদেশ এবং বুদ্ধিবৃত্তিক জগতের এক অপূরণীয় ক্ষতি।
শিক্ষামন্ত্রী কামাল লোহানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।