স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নস্থ উত্তর কামরাঙ্গা গ্রামে ফয়সাল (৩৫) নামে এক যুবক মারা গেছে। এটি তার শশুর বাড়ি। তার পৈত্রিক বাড়ি মতলব উত্তর উপজেলার পদুয়া গ্রামে। সে গত ১এপ্রিল নারায়ণগঞ্জ থেকে উত্তর কামরাঙ্গা তার শ^শুর বাড়িতে আসেন। ফয়সাল নারায়ণগঞ্জে থাকতেন এবং একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক।
গতকাল সন্ধ্যায় রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন পাটোয়ারীর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে আমি এখন ঘটনাস্থলে। ফয়সাল যে বাড়িতে মারা গেছে সে বাড়ির আশপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি গত ১ এপ্রিল জ¦র নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসেন। গতকাল দুপুরের পর তার শারীরিক অবস্থা খুব খারাপ অনুভব হলে তখন গ্রাম্য এক চিকিৎসককে খবর দেয়া হয়। তিনি এসে তার প্রেসার মেপে ১৫০/৮০ দেখতে পান। এরই মধ্যে ফয়সাল মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবরটি খুব দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং নারায়ণগঞ্জ থেকে এসেছে বিধায় তাকে করোনা আক্রান্ত হিসেবে সকলে ধারণা করতে থাকেন। তাই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ফয়সালের শ^শুর ইউপি চেয়ারম্যানকে জানান, তার জামাতা নারায়ণগঞ্জ থেকে জ¦র নিয়ে এসেছে ঠিক, তবে জ¦র ভালো হয়ে গিয়েছে। তার শ্বাসকষ্ট ছিলো বলে তিনি জানান এবং এ সমস্যাটি আরো আগ থেকেই তার ছিলো।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি জানতে পেরে সন্ধ্যার সাথে সাথেই রামপুর এলাকার ডাক্তার সহকারী সার্জন ডাঃ আবদুল্লাহ কয়সালকে টেকনিশিয়ানসহ ঘটনাস্থলে পাঠিয়েছি। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে করোনা টেস্টের জন্যে। এছাড়া যেহেতু করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাই সে অনুযায়ী মৃত ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করার জন্যে লোকও পাঠানো হয়েছে