স্পোর্টস ডেস্ক :
জয় দিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্ব শুরু করেছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে তারা।ম্যাক্সি গোমেসের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারায় উরুগুয়ে।
বিরতির পর শুরুতেই সমাত ফেরে চিলি। ৫৪ মিনিটে চার্লস আরাঙ্গুইজের থ্রু পাস থেকে বল পেয়ে যান অ্যালেক্সিস সানচেজ। ডান পায়ের শটে উরুগুয়ের গোলরক্ষকে পরাস্ত করেন তিনি। ১-১ গোলে সমতায় ফেরে চিলি।
এরপর দুদলই বেশ কয়েকটি গোলের সুযোগ হাত ছাড়া করে। তবে ম্যাচের নাটকীয়তা দেখা যায় শেষ মুহূর্তে। ইনুজরি সময়ে পেনাল্টি বক্সের বাইর থেকে ম্যাক্সি গোমেসের ডান পায়ের শট রুখতে পারেননি চিলির গোলরক্ষক। ২-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।