ইউসুফ পাটোয়ারী লিংকন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারস্ত চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের এশিয়ানা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন কাতার ইউনিভার্সিটির প্রফেসর ড. আনোয়ার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাহেদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক তপন মহাজন, উপদেষ্টা হাজী হাসান মাবুদ, মোঃ শাহজাহান, সাইদুল ইসলাম, তৈয়ুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরী, ইসমাইল মনছুর, ফজলুল কাদের, মহিউদ্দিন কাজলসহ চট্টগ্রাম সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতারের পুর্বে দেশ জাতি ও মুসলিম উম্মার উত্তর উত্তর উন্নতি কামনা করে বিশেয দোয়া করা হয়। অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হারুন।