রিয়াজ শাওন:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং কল্যাণপুর ইউনিয়নের পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রত্যাশি সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন গাজীর উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের ১নং ওয়ার্ড আমানুল্লাহপুর মৃধা বাড়িতে এ উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আকবর কবির বকাউলের সঞ্চালনায় সভাপতিত্বে করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইলিয়াস চৌধুরী।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন গাজি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আমাকে যদি আমাদের আওয়ামীলীগ পারিবার থেকে মনোনয়ন দেয়া হয় তাহলেই আমি নির্বাচন করবো। আর না হয় আমি নির্বাচন করবো না। তবে আমি নির্বাচন করি আর না করি ইউনিয়নবাসী আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন। আমার দুঃখে দুঃখী হবেন, আমার সুখে আনন্দিত হবেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ খান, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ সামাদ টুনু, ৩নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আঃ রাজ্জাক প্রধানিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ফরিদ আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মহসিন মিজি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ জয়নাল আবেদিন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন, ছাত্রলীগের আহবায়ক ওমর ফারুক সুমন, যুগ্ম আহবায়ক মাসুদ তহবিলদার, ১নং ওয়াড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন তহবিলদার, সহ-সভাপতি মিজান বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর তহবিলদার, সাবেক সভাপতি বাচ্চু বেপারী, ৪নং আওয়ামী লীগের নেতা সিদ্দিক প্রধানীয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজিল মুন্সি, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সরকার, ৩নং কল্যাণ ইউনিয়ন সেচ্ছাসেবীলীগের সভাপতি জামাল হোসেন গাজী, সাধারণ সম্পাদক দীন ইসলাম বাবলু, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান তহবিলদার, সাধারণ সম্পাদক মোঃ বাদশা হাজী, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক গাজী, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।