অনুমতি ছাড়া ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৬ এপ্রিল তাঁকে চাকরিচ্যুত করা হয়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।
নগর পুলিশের উপকমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। শওকত হোসেন নগরের কর্ণফুলী থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। পরিচয়হীন অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মানবিক পুলিশ হিসেবে পরিচিত ছিলেন তিনি।