রাকিবুল হাসান, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান(৫২) কর্মস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ি নরসিংদি জেলায়। ঢাকায় তার স্ত্রী ও সন্তানরা বসবাস করে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, সাইদুর রহমান উপজেলা সরকারি ব্যাচেলর কোয়ার্টারে থাকতেন। তার পাশের রুমে থাকতেন উপজেলা যুব উন্নয়ন মাহবুব আলম। তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তার পাশের রুমে থাকা যুব উন্নয়ন কর্মকর্তা সহ অন্যান্য সহকর্মীরা তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃতদেহ রাতেই ঢাকার ক্যান্টের্মেন্ট এলাকার বাসায় পাঠানো হয়েছে।
কচুয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম জানান, অফিস থেকে কাজ শেষ করে বাসায় ফিরলে তিনি স্ট্রোক করেন। পরে তাকে তার সহকর্মীরা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে অফিসার পাড়ায়, শিক্ষক মহলে ও সুধী সমাজে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন একজন সদালাপি ও মিষ্টি ভাষি কর্মকর্তা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যাল সুলতানা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান।