সম্পাদকীয়:
কর্মক্ষেত্র কর্মকর্তা কর্মচারী তিনটার সমন্বয়ে সকল শ্রম প্রতিষ্ঠান। এইসব গন্ডির মধ্যে থেকে প্রতিটি স্তরের অংশগ্রহণকারী তাদের সকলের জীবন পরিচালনা করে। প্রতিষ্ঠানের আয় ব্যয় থেকে মালিকপক্ষ প্রতিষ্ঠানের ব্যয় চালায় কিন্তু। কর্মচারী সহকারি সকলের সময় বিক্রির মাধ্যমে তার আর্থিক যোগান মালিকপক্ষই করে থাকে। কিন্তু নীতি-নৈতিকতা যদি সামঞ্জস্যপূর্ণ না থাকে চরিত্র দুটি সুন্দর না থাকে সেখানে কখনোই প্রতিষ্ঠানে ভালো কিছু আশা করা যায় না। এই যে নৈতিক চিন্তাধারা থেকে বিচ্যুতি হয়ে অন্যের সাথে সম্পৃক্ত থেকেই অন্যের প্রতিষ্ঠানে কাজ করে প্রতিষ্ঠানের মালিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া কতটুকু অবিবেচকের কতটুকু ন্যাক্কারজনক তা চিন্তা করলে গা শিহরিত হয়ে উঠে। ২৫ ফেব্রæয়ারি দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ ‘জুয়ার ঋণের টাকা শোধ করতে স্বর্ণ ব্যবসায়ী খুন-আটক ২’ তাহলে এমন নিষ্পেষিত নৃশংস মানসিকতার লোক প্রতিষ্ঠান রেখে প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠান চালিয়েছিল। কর্মচারীর প্রতি দায়িত্বশীল খবরদারি নজরদারির অভাবে তার ব্যক্তিগত পরিস্থিতিও ধ্বংসের মুখে আর ব্যবসায়ীকে তার পরিবারকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে। তবে প্রশাসনের প্রচেষ্টা প্রশাসনের চিন্তাচেতনা দূরদর্শিতার কারণে আসামি ধরতে পেরেছে এটা অনেক কিছু। তাই দেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী অস্থায়ী চলমান যে কোন প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো মালিকপক্ষ এবং সহকারি পক্ষের সাথে আন্তরিকতার সহিত একে অপরের সুখ দুঃখ আদান-প্রদান করে পরিস্থিতি বোঝা উচিত বুঝে নেওয়া উচিত। আমি মালিকপক্ষ আমার অধীন যারা কাজ করে তার চালচলন আমাকে গতিবিধি পরিলক্ষিত করতে হবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ এমন সময় চলছে যখন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে অত্যাধুনিক নিজেকে প্রতিষ্ঠিত না রেখে ও বিশ্বস্ততার সহিত প্রতিষ্ঠান পরিচালনা করা যায়। ফলে সরকারের বিভিন্ন গতিবিধি পর্যবেক্ষণে রাখলে রাখতে পারলে অহেতুক ঘটনার জন্ম হয় না। ঘটনা ঘটার আগে নিজেকে সামাল দেওয়া যায় প্রতিষ্ঠান রক্ষা করা যায়। যে অপরাধ সৃষ্টি করবে তাকেও অপরাধ থেকে ফেরানো যায়। প্রশাসন সর্বক্ষণ জনগণের একান্ত সহযোগিতার জন্য তৈরি আছে উপযুক্তভাবে উপযুক্ত সময় উপযুক্ত পরিস্থিতিতে প্রশাসনকে যেকোনো বিষয়ে নজরদারিতে আনার সুযোগ করে দিলে অনেক বড় বড় ক্ষতি থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারে। তাই এই ঘটনার সাথে সম্পৃক্ত আসামি ধরতে পারা শুভ লক্ষণ এলাকার বিশিষ্টজনরা এমন খবর পড়ে খুবই খুশি আর এই ঘটনার সম্পৃক্ত আসামির অপরাধীর দ্রুত শাস্তি কার্যকর করার জোর দাবি জানাচ্ছে। তাহলে এমন অপরাধ থেকে মানুষ মুখ ফিরিয়ে থাকবে।