বিল্লাল ঢালী:
করোনা রোগী পাপি নয় বলে মন্তব্য করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্ল্যাহ। তিনি সোমবার দুপুরে তার ফেসবুক আইডিতে লাইভে এসে এ কথা বলেন। এসময় তিনি করোনা নিয়ে চাঁদপুরের সার্বিক চিত্র তুলে ধরেন।
তিনি জানান, চাঁদপুরে বিদেশ ফেরত মোট ৫১৪৮জন ছিলেন। তারা সবাই ১৪দিন হোম কোয়ারেন্টাইন শেষ করেন। এদের কারো মাঝে কভিড-১৯ বা করোনা ধরা পড়েনি।
তবে এর কিছুই দিন পরেই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে প্রায় দেড় হাজার মানুষ চাঁদপুরে এসেছেন। তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। আর এদের মধে
থেকেই গত ৯এপ্রিল একজন করোনা আক্রান্ত হন। তিনি মূলত নারায়নগঞ্জে চাকুরী করতেন। তার শশুর বাড়ি মতলব উত্তর। অবশ্য পরে তিনি সুস্থ্ হয়েছেন।
সার্বিক তথ্য হচ্ছে, চাঁদপুরে সর্বমোট ২৮২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১৪জন পজেটিভ এসেছে। এরমধ্যে দুই জন মৃত। বাকী ১২জনের মধ্যে ইতোমধ্যে ২জন সুস্থ্য হয়েছেন। বাকী ১০জনের মধ্যে ২জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী ৮জন তাদের বাড়িতেই চিকিৎসাধীন আছেন।
এসময় সিভিল সার্জন আরো জানান, করোনা রোগি সনাক্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন সচেতনতা।